দাবানল দেখেছ-দাবানল? যে দাবানল জ্বলে ওঠে গহন অরণ্যের মাঝখানে, গাছে গাছে আর শাখায় শাখায় সংঘষে_আর যার ফলে অরণ্যের শ্টাম-সবুজ বিশাল-বিস্তৃতি মহাসমারোহে পুড়ে ছাই হয়ে যায়? বুঝি তেমনি দাবানল জ্বলে উঠেছিল সেদিন আমাদের মহাঁনগবে |
বড় নিশ্চিন্ত হয়েছিলে সেদিন সেই দাবানলের অগ্নিশিখা দেখে? না? সুস্থ ও অক্ষত মানুষ আমি আর কখনো তোমাদের সামনে উদয় হতে পারব না! শোনো, ছুঃস্বপ্নের মত তোমাদেব এই স্্টি করা দাবানলের স্মৃতি আমার মনকে আচ্ছন্ন ক’বে রাখে নি, বরং তারই লেলিহান শিখায় আমি দেখেছি তোমাদের শেষ হিসাব-নিকাশের দিন। আমি করব তারই তৃধ্যনিনাদ ।
Book Details | |
---|---|
Book Name: | মহানগরে দাবানল [সংস্করণ-১] | Mahanagare Dabanal [Ed. 1] |
Writer Name: | Manoranjan Hazra |
Category: | History |
Book Size: | 4 MB |
Pages: | 114 |
Read Online |
Download Book |
Buy on Amazon |
Source |